টিকটকের বিরুদ্ধে ট্রাম্পের স্বাক্ষর !
চীনা অ্যাপের হুমকি মোকাবিলায় এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এই আদেশের ফলে টিকটকের চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে সব ধরনের লেনদেন সম্পর্কের ইতি টানার শেষ ধাপে গেল।
নির্বাহী আদেশে বলা হয়েছে, তাদের জাতীয় সুরক্ষা রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই টিকটকের মালিকদের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে হবে।৪৫ দিনের মধ্যে বাইটড্যান্সের সঙ্গে সব ধরনের লেনদেন সম্পর্ক নিষিদ্ধ হবে।
টিকটক অবশ্য চীনা কোনো সংস্থা বা পার্টির সঙ্গে ডেটা শেয়ারের বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে আসছে।এছাড়াও বৃহস্পতিবার রাতে সই করা আদেশে চীনের উইচ্যাটসহ আরো কিছু অ্যাপ নিষিদ্ধ করতে বলা হয়েছে।তবে সেই তালিকায় আর কোন কোন অ্যাপ স্থান পেয়েছে তা বলা হয়নি।
তবে মার্কিন কর্তৃপক্ষ বলেছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়া উচিত।
No comments