বিভিন্ন ব্রাউজারে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন বানান সহজেই..!
বিভিন্ন ব্রাউজারে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন বানান সহজেই..!
আমরা ভিন্ন ভিন্ন ব্রাউজার ব্যবহার করলেও ইন্টারনেটে কোনও কিছু অনুসন্ধান করতে সবারই প্রথম পছন্দ ‘গুগল সার্চ ইঞ্জিন’। তবে সব ব্রাউজারেই আপনি চাইলে ‘গুগল সার্চ ইঞ্জিন’কে আপনার ডিফল্ট ব্রাউজার তৈরি করতে পারেন। বিভিন্ন ব্রাউজারে গুগলকে নিজের ডিফল্ট সার্চ ইঞ্জিন বানাতে নিচের পদ্ধতি অনুসরণ করা যাবে।গুগল ক্রোম: কম্পিউটারে—
-উপরের ডানদিকে থাকা ‘মোর’ অপশনে ক্লিক করুন
-তারপর সেটিংসে ক্লিক করুন।
-সার্চ ইঞ্জিনের তালিকায় থাকা গুগলকে বেছে নিন।
মোবাইলে
-উপরের ডানদিকে থাকা ‘মোর’ অপশনটিতে ট্যাপ করুন
-তারপর সেটিংসে চাপুন।
-‘বেসিকস’ মেনু থেকে সার্চ ইঞ্জিন অপশনটিতে চাপুন।
-এখন সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বেছে নিন।
-আপনার মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহার করে গুগলে ব্রাউজ করুন
-উপরের ডানদিকে ‘মোর অ্যাকশনস’ -এ ক্লিক করুন।
-তারপরে সেটিংসে ক্লিক করুন।
-“অ্যাডভান্সড সেটিংস” মেনু থেকে “ভিউ অ্যাডভান্সড সেটিংস”-এ ক্লিক করুন।
-এ পর্যায়ে “সার্চ ইন অ্যাড্রেস বার উইথ” -এর অধীনে ‘চেঞ্জ’ -এ ক্লিক করুন।
-‘গুগল সার্চ’-এ ক্লিক করুন এবং ডিফল্ট হিসেবে সেট করুন।
ফায়ারফক্স: আপনার ফায়ারফক্স ব্রাউজারটি চালু করুন।
-ব্রাউজারের উপরের ডানদিকে ছোট সার্চ বার থেকে সার্চে ক্লিক করুন।
-চেঞ্জ সার্চ সেটিংসে ক্লিক করুন।
-এখন “ডিফল্ট সার্চ ইঞ্জিন” হিসেবে গুগলকে বেছে নিন।
-সার্চ বারে ক্লিক করুন।
-সার্চ বারের বাম দিকের কোণায় থাকা বিবর্ধক কাচ আইকনটিতে ক্লিক করুন।
-“ডিফল্ট সার্চ ইঞ্জিন” হিসেবে গুগলকে নির্বাচন করুন।
অ্যান্ড্রয়েড ব্রাউজার
-ব্রাউজারের উপরের ডানদিকের মেনু বোতামটিতে চাপুন।
-এবার সেটিংস চাপুন।
-‘অ্যাডভান্সড’-এ চাপুন এবং তারপর ‘সেট সার্চ ইঞ্জিন’ এ আলতো চাপুন।
–“ডিফল্ট সার্চ ইঞ্জিন” হিসেবে গুগলে ট্যাপ করুন।
সূত্র: গুগল সাপোর্ট ।
No comments