নিথর হয়ে যাচ্ছে পৃথিবী,সমাধান নেই কোথাও
সারাদেশ আজ তৈরি হয়েছে সহিংসতার জাল। যা ঘটছে এবং আমরা যা দেখছি সবই যেন স্বপ্ন। অন্যায়-বেঅন্যায় বলে মানুষ আজ কিছুই মানছে না।
আমরা দেখছি একটা ঘটনা আর পরে সেটি কনভার্ট হয়ে ফলাফল আসছে ভিন্ন। ক্ষমতাই আজ যারা বসে আছেন তাদের অসম্ভব বলে আর কিছুই থাকছে না। জনগন আজ হয়ে আছে মাটির তৈরি পুতুল,যেদিকে ইচ্ছা সেদিকেই খেলানো যায়। প্রতিবাদ করার মত কেউ নেই। থাকবেই বা কেন ? প্রতিবাদিদের ঠাই নাই এই দুনিয়ায়। প্রতিবাদ করতে গেলেই মরণ!
যার ক্ষমতা আছে তার বিরুদ্ধে যাওয়ায় যেন আজ অভিসাপ। তারা আজ অবৈধ ভাবে লুটে নিচ্ছে মানুষের সম্পদ। বিচার নেই কোথাও। আরে ভাই বিচার করবে কে? যে বিচারকের আসনে সেই তো আসল লুটকারীদের দালাল।
ক্ষমতার অপব্যবহার করা উচিৎ নয়। মনে রাখতে হবে সমল ক্ষমতার মালিক আল্লাহ্!
No comments