সারাবিশ্বে এই প্রথম আন্ডারস্ক্রিন স্মার্টফোন।
দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চীনে আয়োজন করে নতুন কিছু ডিভাইস আনতে যাচ্ছে দেশটির প্রযুক্তি জায়ান্ট শাওমি।
![]() |
MashRoom Toothpaste Clic Here To Buy |
ডিভাইসটির কথা নিশ্চিত করেছেন শাওমির প্রধান নির্বাহী লেই জুন। স্মার্টফোনটির নাম ‘মি ১০ আল্ট্রা’।
ডিভাইসটি লঞ্চের আগেই বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। যেসব ডিটেইল জানা যাচ্ছে তা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে, ডিভাইসটি বিশ্বে বড় ধরনের প্রভাব রাখতে পারে। টিপস্টার আইস ইউনিভার্স জানিয়েছে এমন তথ্য।পিছনে ট্রান্সপারেন্ট প্যানেল থাকবে। তবে এর একটি সিরামিক প্যানেলে আসবে বলেও বলা হচ্ছে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দুটি সংস্করণে আসবে ফোনটি। অবশ্য অনেকেই ধারণা করছেন, এর আরেকটি সংস্করণ হতে পারে ১৬ জিবি র্যামের।এর রিফ্রেশ রেট খুব উচ্চ হবে। থাকবে ১২০ মেগাহার্ডজ প্রসেসিং।
থাকতে পারে স্ন্যাপড্রাগনের ৮৬৫+ চিপসেট। অ্যামোলেড এফএইচডি প্লাস ডিসপ্লে, ৪৫০০ এমএইচ ব্যাটারির সঙ্গে ১০০ বা ১২০ ওয়াটের চার্জিং এবং ৫৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকতে পারে ফোনটিতে।
এর দাম হতে পারে ৮৫০ থেকে ৯৫০ মার্কিন ডলার।
No comments