নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বানরের ধারণা

 বানরের সামনে যদি কলা আর টাকা দুটোই রাখা হয় তবে বানর কোনটা নিবে? নিশ্চয় কলা,তাই না? হ্যা,ঠিক তেমনিি আমরা ছোট থেকে শুনে শুনে অভ্যস্ত যে,চাকরি করতে হবে,চাকরি।


বানর যেমন কলার গুরুত্ব বোঝে ঠিক আমরা বুঝি চাকরি । টাকা দিয়ে যেমনি হাজার কলা কেনা যায়,এইটা যেমন বানর বোঝে না ঠিক তেমনি নেটওয়ার্ক মার্কেটিং করে নিজের ইনকামের পাশা পাশি হাজার মানুয়ের ইনকামের ব্যবস্থা করা যায় এইটা আমরা বুঝি না। তাই আমরা আজ নেটওয়ার্ক মার্কেটিংকে এড়িয়ে চলি অখচ সারা বিশ্বে আজ স্বকৃত বৈজ্ঞানিক বাজারজাতকরণের মাধ্যম হলো নেটওয়ার্ক মার্কেটিং।
মাননীয় প্রধানমন্ত্রী বার বার বলছে আপনারা চাকরির পেছনে না দেীড়িয়ে উদ্যোক্তা হন কিন্তু আমরা বার বার তাকেও অবঙ্গা করছি। নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে বেকারত্ব দূর করা যায় এবং নিজের সকল স্বপ্ন পূরণনের পাশা পাশি হাজার মানুষের স্বপ্ন পূরণ করা যায়।
আসুন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা উদ্যোক্তা হয়।

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.