অতিষ্ট করে তুলছে যান্ত্রিক জীবন,কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ
এ যেন এক মৃত্যুর মিছিল,আজকাল পত্রিকাগুলো খুললেই মনের অজান্তেই ভেসে আসে খুবরগুলি। আজ অমক জায়গায় তো কাল তমক জায়গায়,এই হয়ে অমক মারা গেল ঐ হয়ে তমক মারা গেল। আর এগুলোর ৯০ভাগই হলো সড়ক দূর্ঘটনা।
ঠিক এমনই একটি খবর গতকাল মঙ্গলবার বেলা ২টা কি তার একটু পরে ফোনে ভেসে আসলো পারভেজ ভাই আর নেই। প্রশ্ন করলাম,কেন? উত্তরে বলে সে সড়ক দূর্ঘটনায় মারা গেছে । আমিতো একেবারে হতবাক,বাকরুদ্ধ হয়ে পড়েছি।
হ্যা,এই ঘটনাটি গতকাল বেলা ২টার দিকে খলিসাকুন্ডি রাইহান মেম্বরের বাড়ির সামনে ঘটেছে। স্টিয়ারিং গাড়ির চাপায় পারভেজ নামে একটি ছেলে মারা গেছে। তার ঐ সুন্দর খাসিমাখা মুখটি মিস করবে অনেকেই। তিনি মডার্ণ হারবাল গ্রুপের একজন সম্মানিত লিডার। তার এই অকাল মৃত্যুতে মডার্ণ হারবাল গ্রুপ আন্তরিক ভাবে মর্মাহত,শোকাহত!
না জানি এধরণের মৃত্যুর মিছিল আর শেষ হবে কি না।তবে যান্ত্রিক জীবন কেমন যেন অসহনীয় হয়ে পড়ছে।
No comments