বাস্তবতা বড়ই কঠিন


এই জীবনে চলার পথটা শুধুই আপনার একার।

এখানে আপনার চারপাশে অনেকে মানুষ থাকবে যাদের হয়ত আপনি আপনার পাশে চান। কিন্তু আপনার বিপদের সময় তাদেরকে কাছে পান না। হয়ত এমন কেউ আপনার সাহায্যে এগিয়ে আসে যার কথা আপনি হয়ত ভাবেননি।
আসলে সবই সৃষ্টিকর্তার ইচ্ছে । তিনি দেখেন মানুষের চেষ্টা । যে মানুষটা নিজের লক্ষ্য অর্জনে অটল থেকে অবিরাম চেষ্টা অব্যাহত রাখেন তাকে আল্লাহ ফিরিয়ে দেন না ।
তাই আল্লাহ এর উপর ভরসা করে ধৈর্য্য ধরে নিজের চেষ্টা চালিয়ে যান । দেখবেন আপনি একদিন সফল হবেন ।

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.