শাওমি টুইটারে অপপ্রচারের শিকার !

চীনের ফোন নির্মাতা কোম্পানির অভিযোগ ৯০০টি  টুইটার অ্যাকাউন্ট থেকে রেডমি কে২০ ফোনটির ব্যাপারে অপপ্রচার চালানো হয়েছে।
১৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত এই অপ্রচার চালানো হয়। তবে এর পেছনে কারা রয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি শাওমি।
টুইটার অ্যাকুাউন্টগুলো কাদের তা আমরা প্রকাশ করতে পারবো না। কারণ বিষয়টি নিয়ে এখন আইনি প্রক্রিয়া চলছে। টুইটার ইন্ডিয়াও বিষয়টি নিয়ে তদন্ত করছে।
৯০০ এর মধ্য ৪৮৭ অ্যাকাউন্ট থেকে বলা হয় কে২০ ফোনের দাম বেশি রাখা হয়েছে। বিষয়টিকে প্রতিষ্ঠা করার জন্য ১৩৭ টি অ্যাকাউন্ট থেকে দিনে ১০০টি টুইট করা হয়।
কিন্তু কে২০ বিক্রি শুরুর পর ক্রেতারা ভালো রিভিউ দিতে শুরু করলে এই অপপ্রচার আর পাত্তা পায়নি।
এই ঘটনায় শাওমির পাশে দাঁড়িয়েছে আরেক চীনা কোম্পানি রিয়েলমি। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তারা বলেছে রিয়েলমি এক্স বাজারে ছাড়ার সময়ও একই ধরনের পরিস্থির সম্মুখীন হয় তারা।
রেডমি কে ২০ ফোনটি ভারতের বাজারে আসে গত ১৭ জুলাই।

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.