“বঙ্গবন্ধু বিপিএল”এবারের বিপিএলের নাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল), আগামী আসর বঙ্গবন্ধুর নামে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

 বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। বছরটা আমরা ক্রিকেট দিয়েই শুরু করব। আর সেজন্য বিপিএলের আগামী আসর বঙ্গবন্ধুর নামে হবে। লিগের নাম দেওয়া হবে বঙ্গবন্ধু বিপিএল।’
এছাড়া বিপিএলের আগামী আসরে কোন ফ্র্যাঞ্চাইজি থাকবে না। যে যে দল আছে তারা সেই নামেই খেলবে। কিন্তু বিপিএল হবে বিসিবির নিজস্ব অর্থায়নে। দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক এবং থাকা-খাওয়ার সব খরচ বিসিবি দেবে বলেও জানান তিনি।

বিপিএল কখন হবে সেটা নিয়েও ছিল একটা প্রশ্ন। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্তাধিকারী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এক বছর দুই বিপিএলে হতে পারে না। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, বিপিএল ডিসেম্বরেই হবে। আগামী ৩ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন হবে। ম্যাচ মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।

পাপন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর বিভিন্ন দাবি-দাওয়া আছে। সেগুলো সঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের বনিবনা হচ্ছে না। সেজন্য বিপিএলের আগামী আসর বিসিবির নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.