কুষ্টিয়া মডেল থানার অভিযানের কবলে রেইনউইক বাধে ঘুরতে আসা কপত-কপতিরা
কুষ্টিয়ার একটি গুরুত্বপূর্ণ নিরিবিলি স্থান রেইনউইক বাধ। দিনের পুরোটাই প্রায় জনাকীর্ণ থাকে এই স্থানটি। আর এখানে ঘুরতে আসা বেশিরভাগই হলো প্রেমিক-প্রেমিকা।
এই স্থনটিতেই প্রতিদিনের মতোই আজও ঘরতে এসেছিল কপত-কপতিরা। এমন সময় কুষ্টিয়ার মডেল খানার পলিশ সেখানে অভিযান চালায়। (শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে অভিযান চলছে) বিস্তারিত পরে জানানো হবে।
No comments