সেরা অফিসারের তালিকায় কুষ্টিয়ার দুই পুলিশ সদস্য।

কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এসআই বাবন এবং এ এসআই জাহিদ সেরা অফিসারের স্বীকৃতি পেলেন। 

গতকাল কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভাই কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) বাবন ও জাহিদকে কুষ্টিয়া জেলার শ্রেষ্ট এসআই ও এ এসআই নির্বাচিত করেন। পরে তাদের দুইজন কে শ্রেষ্ট এসআই ও এ এসআই এর স্বীকৃতি সরুপ ক্রেষ্ট তুলেদেন।
জানাযায়, মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, ওয়ারেন্ট আসামী আটকসহ সব কেটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। এসআই বাবন ও এ এসআই জাহিদ। তারা দুইজন জানান, আমারা যে শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছি। এর সব অবদান কুষ্টিয়ার পুলিশ সুপার, সারকেল এসপি ও কুমারখালী থানার অফিসার ইনচার্য স্যারের, আর তাদের সহযোগিতার কারণে আমরা দুইজন শ্রেষ্ট এসআই ও এ এসআই নির্বচিত হয়েছি।

তারা আমাদেরকে কাজ করার সুযোগ না দিলে অামরা এই অর্জন আনতে পারতাম না। আমরা দুইজন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যারি করেছি। এই দুইজন সকল সহকর্মী ও কুমারখালি বাসীকে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান।

1 comment:

Theme images by compassandcamera. Powered by Blogger.