মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ গেল আরও ৮ জনের।
ময়মনসিংহের ভালুকা হতে শেরপুর যাবার পথে মার্কোবাস খাদে পড়ে নিহত ৮ ।
ভালুকা হতে শেরপুর নালিতাবাড়ি যাওয়ার পথে ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ভালুকা উপজেলা বিরুনীয়া ইউনিয়নের বাকসি বাড়ী গ্রামের ৩জন সহ গফরগাঁওয়ের যশোরা ইউনিয়ন বাড়ইল গ্রামের ৫জন সহ মোট ৮ জন নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন।
বাবা মেয়ের জড়াজড়ি লাশ এভাবেই উদ্ধার করা হয়েছে।
No comments