আপনার কম্পিউটার স্লো? নো টেনশন,স্পিড বাড়িয়ে নিন এখনই !

 

নানান কাজ করতে গিয়ে কম্পিইটার হয়ে পড়ে ভাইরাস দ্বারা আক্রান্ত,এমত অবস্থায় জরুরি হয়ে পড়ে কম্পিউটারের স্পিড বাড়ানোর। চলুন দেখে নিই প্রক্রিয়াগুলিঃ

উইনডোজ ডিফেন্ডার

উইনডোজ ডিফেন্ডার দিয়ে ভাইরাস চেক করে নিবেন। যদি ভাইরাস থাকে তাহলে ড্রাইভ নক্লিয়ার করে ‍ নিবেন।

ট্রি(Tree)

আপনার কম্পিউটার কি-বোর্ডের কনট্রল এবং অল্ট বাটনের মাঝে যে উইনডোজ চিহ্ন রয়েছে সেটি ক্লিক দিয়ে ধরে আর বাটরে ক্লিক দিবেন। ওখানে একটি ডাইলোগ বক্স আসবে,সেখানে আপনি ইংরেজিতে ট্রি টাইপ করবেন এবং এন্টার ক্লিক দিবেন কয়েকবার। তাহলেই হবে।

হেল্প(help)

একই সিস্টেমে আপনার কম্পিউটার কি-বোর্ডের কনট্রল এবং অল্ট বাটনের মাঝে যে উইনডোজ চিহ্ন রয়েছে সেটি ক্লিক দিয়ে ধরে আর বাটরে ক্লিক দিবেন। ওখানে একটি ডাইলোগ বক্স আসবে,সেখানে আপনি ইংরেজিতে হেল্প লিখে এন্টার ক্লিক দিবেন। তাহলেই হবে।

নেট(net)

একই সিস্টেমে আপনার কম্পিউটার কি-বোর্ডের কনট্রল এবং অল্ট বাটনের মাঝে যে উইনডোজ চিহ্ন রয়েছে সেটি ক্লিক দিয়ে ধরে আর বাটরে ক্লিক দিবেন। ওখানে একটি ডাইলোগ বক্স আসবে,সেখানে আপনি ইংরেজিতে নেট লিখে এন্টার ক্লিক দিবেন। তাহলেই হবে। ফাইনালি-

প্রিফেট্স(prefetch)

একই সিস্টেমে আপনার কম্পিউটার কি-বোর্ডের কনট্রল এবং অল্ট বাটনের মাঝে যে উইনডোজ চিহ্ন রয়েছে সেটি ক্লিক দিয়ে ধরে আর বাটরে ক্লিক দিবেন। ওখানে একটি ডাইলোগ বক্স আসবে,সেখানে আপনি ইংরেজিতে prefetch লিখে এন্টার ক্লিক দিবেন। তারপরে কন্টিনিউ ক্লিক দিবেন। তারপর  অনেকগুলি লিখা আসবে,তখন আপনি কন্ট্রল এ চেপে ধরবেন এবং সবগুলি মার্ক করে ডিলিট করে দিবেন। 


এভাবেই ফাস্ট হবে আপনার কম্পিউটার।



No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.