হযরত মুহাম্মাদ (স:) কে নিয়ে বাজে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বিপ্লব চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের হামলা। নিহত ৪ এবং আহত শতাধীক।


হযরত মুহাম্মাদ (স:) কে নিয়ে বাজে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বিপ্লব চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত
সমাবেশে পুলিশের হামলা। নিহত ৪ এবং আহত শতাধীক।
ভোলায় জেলার
হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তির আল্লাহ
ও রাসুল (স.)কে নিয়ে
কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ কর্মসূচীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে
শুরু হওয়া সমাবেশে হঠাৎ পুলিশের সঙ্গে সাধারণ জনতার সংঘর্ষ শুরু হয়। ঘটনা স্থলে নিহত হয় ৪জন তৈহিদী
জনতা। নিহত এক জনের নাম
গনি । এই ঘটনায়
পুলিশসহ আহত শতাধিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত পুলিশকে হাসপাতালে নিলেও সাধারণ মানুষ বিভিন্ন ঘরে আটকা পড়েছেন।
এই
বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রাম-গঞ্জেও। গুরুতর গুলিবিদ্ধ ৮ জনকে ভোলা
সদর হাসপাতালে আনা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে
জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্রের ফেসবুক আইডি থেকে তার বন্ধু তালিকার বেশ কয়েকজনের কাছে আল্লাহ এবং রাসুল (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ
ভাষায় গালির ম্যাসেজ আসে। বিপ্লব চন্দ্র শুভ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলের আইডি থেকে এই ম্যাসেজ আসাকে
কেন্দ্র করে সাধারণ মুসুল্লিদের ব্যানারে আজ সকাল ১০টায়
বিক্ষোভ সমাবেশের ডাক
দেওয়া হয়।

This is not good at all.
ReplyDelete