সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানরা

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। 

 To see this game to click here.

 জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে টানা হারের বৃত্ত থেকে বের হয়েছে টাইগাররা। তবে টি-টোয়ান্টিতে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের শেষ চার দেখায় মাত্র জয় আছে একটিতে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র‌্যাংকিং ও মুখোমুখি দেখায় এগিয়ে থাকা দলটির শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে ভাবছে স্বাগতিকরা। ম্যাচের দৈর্ঘ্য যত ছোট তত ভয়ঙ্কর আফগান স্পিন আক্রমণ। রশিদ খান, মুজিবুর রহমান, মোহাম্মদ নবীর মতো স্পিনার আছেন দলটিতে। পাশাপাশি আছেন করিম জানাত, ফরিদ মালিকের মতো পেসারও। তবুও আফিফ, মুশফিককে নিয়ে নিজেদের মাঠে জয়ের ধারায় ফিরতে চায় সাকিব বাহিনী। এদিকে টেস্টে বাংলাদেশের বিপক্ষে জয় ও ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে আছে আফগানরা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেতে চায় রশিদ খানের দল।

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.